Skip to main content

IIT JAM 2021

 IIT JAM 2021

Read the full page to know about the exam.(ভালো করে জানতে হলে গোটা পেজটা পড়তে হবে।)

দশম শ্রেণীতে ভালো নম্বর পেয়ে পাশ করার পর একাদশ শ্রেণীতে বিজ্ঞান(Science) নিয়ে উচচমাধ্যমিক এ অসাধারণ নম্বর নিয়ে পাশ করা ভাইবোনদের অনেকেরই ইচ্ছা ছিল/আছে আই আই টি(IIT) তে যন্ত্রবিজ্ঞান (Engineering) নিয়ে পড়াশুনা করার। কিন্তু সেই স্বপ্ন কারোর পূরণ হয়নি নানা কারণে। যাই হোক যারা উচচমাধ্যমিক এর পর সেখানে(IIT) গিয়ে পড়তে পারেনি, তাদের জন্য বলছি হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ সুযোগ যে আরো রয়েছে।

IIT JAM 2021 SYLLABUS, DATE, ELIGIBILITY


যারা বর্তমানে বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে বিএসসি সাম্মানিক (B.sc Honours)অবিরত রেখেছেন, তাদের সামনে সুযোগ রয়েছে IIT JAM এক্সাম দিয়ে আই আই টি তে ভর্তি হওয়ার ।


কি আই আই আই টি জ্যাম ? (What is IIT JAM ?)


JAM এর পুরো নাম জয়েন্ট অ্যাডমিশন টেস্ট (Joint Admission Test), যা একটি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষা । এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর ডিগ্রীর জন্য ভারতের বিভিন্ন আইআইটি কলেজে (IIT INSTITUTION), আই আই অ্যাম কলেজে(IIM INSTITUTION) ভর্তি হতে পারে।


পরীক্ষার বিষয় (Subjects of these Examination)

এই পরীক্ষা মূলত 6 টি বিষয়ের উপর হয়ে থাকে, তবে এইবছর 2021 এর পরীক্ষাটি সর্বমোট 7 টি বিষয়ের উপর সংঘটিত হচ্ছে ।

এই বিষয়গুলি হলো:-

  1. Biotechnology, 
  2. Chemistry, 
  3. Geology, 
  4. Mathematics(MA), 
  5. Mathematical Statistics(MS)
  6. Physics and
  7. Economics(First time in this year 2021)


About the exam:-

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় রবিবার এই পরীক্ষাটি অনলাইন() মাধ্যমে হয়ে থাকে। একই দিনে দুটি ভাগে এই পরীক্ষা সংঘটিত হয় সকাল 9:30 থেকে 12:30 এই প্রথম 3 ঘণ্টা এবং বিকেল 3টা থেকে সন্ধে 6টা ।


সকাল 9:30 থেকে Biotechnology, Physics, Mathematical Statistics(MS).

বিকেল 3 টা থেকে Chemistry, Geology, Mathematics(MA) ও Geology এর পরীক্ষা


Eligibility:-


1.ছাত্রছাত্রীরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই স্নাতক (Graduate) হতে হবে উল্লিখিত বিষয়ে।

2.স্নাতক (Graduation) এ কমপক্ষে 55% নম্বর থাকতে হবে ও বি সি (OBC)এবং সাধারণ(General) ছাত্রছাত্রীদের ।

3.স্নাতক(Graduation) এ কমপক্ষে 50% নম্বর থাকতে হবে এস সি(SC), এস  টি(ST), পি ডব্লু ডি (PWD), ছাত্রছাত্রীদের ।


প্রশ্নপত্রের ধরন(Questions pattern)

সাতটি বিষয়ের উপর সংঘটিত আই অনলাইনে কম্পিউটার এর মাধ্যমে(CBT-Computer Based Test) সংঘটিত হয়। পরীক্ষার প্রশ্নগুলি কম্পিউটার এর স্ক্রীন এ একটির পর একটি আসে। পরীক্ষাটি শুধুমাত্র ইংরেজি মাঘমে সংঘটিত হয়। পরীক্ষার সর্বমোট নম্বর হলো 100 এবং সর্বমোট প্রশ্নের সংখ্যা হলো 60 টি।


প্রশ্নগুলি মোট তিনটি ভাগে (Section) এ ভাগ করা থাকে।

1.প্রথম ভাগে থাকে 30 টি সঠিক উত্তর নির্বাচন(MCQ- Multiple choice questions), যার প্রথম 10 টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান 1 এবং পরবর্তী 20 টি  প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান 2; প্রতিটি MCQ  প্রশ্নের চারটি করে বিকল্প(Option) থাকে যার মধ্যে একটি বিকল্প সঠিক , ছাত্রছাত্রীদের সঠিক উত্তরটি কম্পিউটার এর স্ক্রীন এ বাছাই করতে হয়।


2.দ্বিতীয় ভাগে থাকে 10 টি MSQ(Multiple select questions) যার প্রতিটি মান 2, প্রতিটি MSQ প্রশ্ন MCQ এর প্রশ্নের মতোই কিন্তু এর একটির বদলে দুটি বিকল্প সঠিক থাকে। ছাত্রছাত্রীদের সেই দুটি সঠিক বিকল্প কম্পিউটার এর স্ক্রীন এ বাছাই করতে হয়। ছাত্রছাত্রী যদি কোনরকম ভুল ছাড়াই সঠিক উত্তরগুলো বাছাই করতে পারে তবে তারা পুরো নম্বর দেওয়া হয়।


3.তৃতীয় ভাগে থাকে 20 টি NATQs (Numerical Answer Type Questions) যার প্রতিটি প্রশ্নের মান 2, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সঠিক উত্তরটি বাছাই করতে হয়।


Syllabus for IIT JAM:

click below for syllabus

  1. Biotechnology, 
  2. Chemistry, 
  3. Geology, 
  4. Mathematics(MA), 
  5. Mathematical Statistics(MS)
  6. Physics and
  7. Economics(First time in this year 2021)

For more update visit the official website.

Thank You.

Best Wishes for Your Future !!

If you have any quary contuct us.


If you like it Please Share with your friend and let them to know more about it and comment below.

Go to Home

Privacy Policy

Terms and Conditions.












Comments