Skip to main content

Posts

Showing posts with the label এক এ চন্দ্র

এক এ চন্দ্র, দুই এ পক্ষ, তিন এ নেত্র, তবে বলুনতো আট এ কি ?

  আট এ অষ্টবসু   আট এ অষ্টবসু আপনারা হয়তো ছোটবেলায় পড়েছেন ১ এ চন্দ্র, ২ এ পক্ষ, ৩ এ নেত্র...... ছোটবেলায় যদিও সবাই না বুঝেই সেই জিনিসগুলো মুখস্ত করে থাকে, আমিও করেছিলাম । কিন্তু কখনো কি চিন্তা করেছেন এই ছড়ার পিছনে আসলে কি রয়েছে ? যদি কখনো না ভেবে থাকেন তবে আসুন একবার সবাই মিলে ভেবে বোঝার চেষ্টা করি ও যাদের এ বিষয়ে কোনো চিন্তাভাবনাই মাথায় আসেনি তাদেরকে একটু জিজ্ঞেসা করে দেখি ।  CLICK HERE FOR  MOST IMPORTANT DIOMS AND PHRASES চলুন একসাথে পড়ি:- ১ এ চন্দ্র অর্থাৎ একটি চাঁদ । কোনো ছোট্ট শিশুকে রাতের আকাশের চাঁদমামা দেখিয়ে সহজেই এক এ চন্দ্র বুঝিয়ে ফেলা সম্ভব । ২ এ পক্ষ অর্থাৎ দুটি পক্ষ । এই দুটি পক্ষ হলো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ । অমাবশ্যার পরদিন থেকে চাঁদের আকার ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং অবশেষে পৌঁছায় পূর্ণিমাতে, আই অমাবশ্যার পরদিন থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে বলা হয় শুক্লপক্ষ। হিন্দু ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। আবার পূর্ণিমার পরদিন থেকে চাঁদের আকার ক্রমাগত হ্রাস পেতে থাকে এবং অবশেষে পৌঁছায় অমাবস...