IIT JAM 2021 Read the full page to know about the exam.(ভালো করে জানতে হলে গোটা পেজটা পড়তে হবে।) দশম শ্রেণীতে ভালো নম্বর পেয়ে পাশ করার পর একাদশ শ্রেণীতে বিজ্ঞান(Science) নিয়ে উচচমাধ্যমিক এ অসাধারণ নম্বর নিয়ে পাশ করা ভাইবোনদের অনেকেরই ইচ্ছা ছিল/আছে আই আই টি(IIT) তে যন্ত্রবিজ্ঞান (Engineering) নিয়ে পড়াশুনা করার। কিন্তু সেই স্বপ্ন কারোর পূরণ হয়নি নানা কারণে। যাই হোক যারা উচচমাধ্যমিক এর পর সেখানে(IIT) গিয়ে পড়তে পারেনি, তাদের জন্য বলছি হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ সুযোগ যে আরো রয়েছে। যারা বর্তমানে বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে বিএসসি সাম্মানিক (B.sc Honours)অবিরত রেখেছেন, তাদের সামনে সুযোগ রয়েছে IIT JAM এক্সাম দিয়ে আই আই টি তে ভর্তি হওয়ার । কি আই আই আই টি জ্যাম ? (What is IIT JAM ?) JAM এর পুরো নাম জয়েন্ট অ্যাডমিশন টেস্ট (Joint Admission Test), যা একটি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষা । এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর ডিগ্রীর জন্য ভারতের বিভিন্ন আইআইটি কলেজে (IIT INSTITUTION), আই আই অ্যাম কলেজে(IIM INSTITUTION) ভর্তি
Get information related to Current affairs, Government jobs, Exam results, different universities syllabus, competitive exam syllabus and study meterial.